কক্সবাজারে ক্যারিয়ার রোডম্যাপ ওয়ার্কশপ
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কক্সবাজার অফিস
যুবসমাজকে ক্যারিয়ার গঠনে অনুপ্রাণিত ও দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে কক্সবাজার ক্যারিয়ার অ্যান্ড বিজনেস ক্লাব (সিসিবিসি) আয়োজন করে দিনব্যাপী ক্যারিয়ার রোডম্যাপ ওয়ার্কশপ ২০২৫। গতকাল শনিবার কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকার পালস বাংলাদেশ সোসাইটির প্রশিক্ষণকেন্দ্রে আয়োজিত এ কর্মশালায় অংশ নেন কক্সবাজার জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নবীন উদ্যোক্তারা। ওয়ার্কশপে বক্তারা আধুনিক কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা, আত্মবিশ্বাস ও উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তরুণদের শুধু চাকরি নয়, নিজের যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী পথচলার মানসিকতা তৈরি করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে পালস বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাহী সাইফুল ইসলাম চৌধুরী কলিম বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ক্যারিয়ার পরিকল্পনা ও দক্ষতা উন্নয়ন ছাড়া টিকে থাকা সম্ভব নয়। তরুণদের উচিত এখন থেকেই নিজের শক্তি, আগ্রহ ও লক্ষ্য নির্ধারণ করে প্রস্তুতি নেওয়া। ভবিষ্যৎ তাদেরই, যারা আজ প্রস্তুতি নিচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে কক্স কুটুমবাড়ি রেস্টুরেন্টের পরিচালক ও নারী উদ্যোক্তা রুপা পাশা বলেন, শুধু ভালো ফলাফল নয়, এখন সময় বাস্তব দক্ষতা অর্জনের। পড়াশোনার পাশাপাশি যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ এবং উদ্যোক্তা মানসিকতা তৈরি করতে পারলেই তরুণরা সমাজে পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবে। কক্সবাজারের তরুণরা এখন অনেক উদ্যমী ও সচেতন। সঠিক দিকনির্দেশনা ও নেটওয়ার্কিং সুযোগ পেলে তারা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে বিশেষ অতিথির বক্তব্যে উল্লেখ করেন পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের প্রধান সাংবাদিক আব্দুল আলীম নোবেল। দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সেশন ও গ্রুপ ডিসকাশনের মাধ্যমে ক্যারিয়ার পরিকল্পনা, সিভি তৈরি, যোগাযোগ দক্ষতা, ইন্টারভিউ প্রস্তুতি ও নেতৃত্ব বিকাশ সম্পর্কে ব্যবহারিক ধারণা পান। ওয়ার্কশপটি সঞ্চালনা করেন কক্সবাজার ক্যারিয়ার অ্যান্ড বিজনেস ক্লাবের প্রতিষ্ঠাতা মিনার হাসান। কর্মশালায় উপস্থিত ছিলেন ক্লাবের মেন্টর আলী রাজ জিবলু, তোফাজ্জেল তুহিন, ফারহান শাওন, মাহমুদুল হাসান সাজিব, কলিম উল্লাহ ও বনমালি রুদ্র। ক্লাবটির প্রতিষ্ঠাতা মিনার হাসান বলেন, আমরা চাই কক্সবাজারের তরুণরা শুধু চাকরির পেছনে না ছুটে নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করুক। আজকের এই কর্মশালা সেই পরিবর্তনের সূচনা। কক্সবাজার ক্যারিয়ার অ্যান্ড বিজনেস ক্লাবের মূল লক্ষ্য হলো তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও ক্যারিয়ার পরিকল্পনায় দিকনির্দেশনা প্রদান। এই কর্মশালায় নির্বাচিত অংশগ্রহণকারীরা আগামী এক বছরব্যাপী বিভিন্ন ধাপে প্রশিক্ষণ, পরামর্শ ও প্র্যাকটিক্যাল গাইডলাইনের মাধ্যমে নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করার সুযোগ পাবেন বলে আয়োজকরা জানান।
