মদনে ছেলের লাঠির আঘাতে বাবা নিহত
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মদন উপজেলায় ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শনিবার রাত ১০টার দিকে মদন উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা ঘাটুয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, মোস্তফা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া মানসিক ভারসাম্যহীন। সে দীর্ঘদিন ধরে পাগল অবস্থায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। গত শনিবার রাতে প্রতিদিনের মতো খাবার শেষে নিজ ঘরে শুয়ে পড়ে মোস্তফা। হঠাৎ ছেলে সাজ্জাদ ঘরে ঢুকে বাবাকে আঘাত করে। লাঠির আঘাতে ঘটনাস্থলে মোস্তফা মারা যান। মদন থানার ওসি শামসুল আলম শাহ্ বলেন, নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
