জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, র‍্যালি ও আলোচনা সভার মধ্য ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি পুনরায় একই স্থানে শেষ হয়। পরে জেলা সমবায় কর্মকর্তা এসএস আনিসুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুমিনুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাগেরহাট কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান ইয়ামিন আলী, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আদনান জুলফিকার, সমবায়ী আবুল কালাম আজাদ বুলু, হাসিবুর রহমান প্রমুখ। র‌্যালি ও আলোচনা সভায় জেলা সদর ও বিভিন্ন উপজেলা থেকে আসা সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা অংশগ্রহণ করেন।