চতুর্মুখী আন্দোলনে উত্তাল ইবি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ইবি প্রতিনিধি
চতুর্মুখী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস। মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল হক ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা। জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের সহযোগিতার অভিযোগে তাদেরকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
একই সময়ে আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝিকে নিয়ে নোংরা রাজনীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেন ওই বিভাগের শিক্ষার্থীরা। অন্যদিকে, জুলাই-বিরোধী শক্তির আস্ফালনের প্রতিবাদে ইবির সাবেক সমন্বয়ক এসএম সুইটের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা ১১টায় প্রশাসন ভবনের সামনে এই চতুর্মুখী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
মানববন্ধনে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা বলেন, আমরা ফ্যাসিস্টদের সমর্থন করি না। যদি সুনির্দিষ্ট অপরাধ প্রমাণ হয়, তাহলে শাস্তি হবেই। তারা যদি আন্দোলনে বিরোধিতা করতেন, তাহলে আমাদের আন্দোলনে যেতে বাধা দিতেন বা ক্লাসে চাপ সৃষ্টি করতেন। কিন্তু তারা তা করেননি।
শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নুরুদ্দিন বলেন, ফ্যাসিস্টদের প্রশ্নে আমরা সবাই এক।
