মানিকগঞ্জে হোটেলকে জরিমানা
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ঐতিহ্যবাহী রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল রোববার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তার নেতৃত্বে রাজ হোটেলে অভিযান পরিচালিত হয়। এ সময় ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রক্রিয়াকরণ ও সংরক্ষনের দায়ে হোটেলটিকে জরিমানা করা হয়।
এর আগে গত সোমবার রাতে হোটেলটির হালিমে ঘাসফড়িং পাওয়া যায়। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা ছড়িয়ে পড়ে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা বলেন, ভেজাল বিরোধী অভিযানে রাজ হোটেলকে ১০ হাজার টাকা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
