পদ্মার পানি ন্যায্য বণ্টনে মতবিনিময়

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টন সমস্যার সমাধানে জোর দাবি জানিয়ে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গতকাল রোববার শহরের শহিদ সাটু হলে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভার মূল বিষয়বস্তু ছিল- ‘চলো জি হাঁরঘে পদ্মা বাঁচাই’। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো. হারুনুর রশীদ।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহাজান মিঞার সভাপতিত্বে মতবিনিময়ে সভায় আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির শিল্প ও বাণিজ্যক বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফসহ অন্যরা। মতবিনিময় সভায় বক্তারা ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণের নেতিবাচক প্রভাব তুলে ধরেন।

তারা বলেন, এই বাঁধের কারণে শুষ্ক মৌসুমে চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় পদ্মা নদীতে ভাঙন দেখা দেয় এবং নদীর তীরবর্তী কৃষকরা পানি না পেয়ে আবাদ করতে পারেন না। এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানের জন্য গঙ্গা-পদ্মার ন্যায্য পানি বণ্টন জরুরি বলে মত দেন। তারা অঙ্গীকার করেন যে, এই সমস্যা সমাধানে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে এবং এর জন্য আন্তর্জাতিকভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।

সভায় আরও জানানো হয়, পদ্মা নদীর পানি বণ্টনের বিষয়টি নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং সমাধানের জন্য আগামী ৫ নভেম্বর থেকে চাঁপাইনবাবগঞ্জের উপজেলা পর্যায়ে বিএনপি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আলোচনার সভার আয়োজন করবে।