৫০ হাজার ইয়াবাসহ কারবারি আটক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গতকাল রোববার ভোরে টেকনাফ মডেল থানার একটি বিশেষ আভিযানিক দল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কুলাল পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইলসহ এক ব্যক্তিকে আটক করা হয়।
