খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় ফেনীতে উল্লাস

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফেনী প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রার্থী তালিকায় ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ এই তিনটি আসনে ধানের শীষের প্রার্থী হয়ে লড়বেন সাবেক প্রধানমন্ত্রী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নের খবরে জেলার ফুলগাজী ও ছাগলনাইয়ায় গতকাল মঙ্গলবার আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার ছাগলনাইয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিলটি কলেজ রোড থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলের অগ্রভাগে ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব আলমগীর বিএ, যুগ্ম আহ্বায়ক কপিল উদ্দিন সরকার, পৌর বিএনপির আহ্বায়ক ইউছুফ মজুমদার, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দীন খন্দকার ও সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাতসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ফেনী-১ আসনে খালেদা জিয়া দলের প্রার্থী হিসেবে মনোনয়নের খবরে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নারী বেগম খালেদা জিয়া। ফেনীতে তার মনোনয়নে উজ্জীবিত হয়েছে নেতাকর্মীরা। ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করতে আহ্বান জানান বক্তারা। এর আগে গত সোমবার রাতে বেগম জিয়ার পৈতৃক উপজেলা ফুলগাজীতে আনন্দ মিছিল করে দলটির স্থানীয় নেতাকর্মীরা।