
সেন্টমার্টিন দ্বীপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত হাসপাতালটি পরিদর্শন করেছেন কক্সবাজার-০৪ (টেকনাফ-উখিয়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। গতকাল মঙ্গলবার তিনি সেন্টমার্টিন দ্বীপে পৌঁছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতালের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দ্বীপবাসীর চিকিৎসা সুবিধা ও সমস্যা সম্পর্কে অবগত হন। পরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সেন্টমার্টিন হাসপাতালে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন শাহজাহান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ২০০২ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এসে এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু আজ এসে দেখি চিকিৎসকের সংকট রয়েছে। বিশেষ করে প্রসূতি মায়েদের জন্য নারী চিকিৎসকের প্রয়োজন। আমরা দ্রুত সেই ব্যবস্থা করব, যাতে এই ২০ শয্যার হাসপাতালটি নিয়মিতভাবে দ্বীপবাসীকে সেবা দিতে পারে। এটি বেগম খালেদা জিয়ারও একটি অঙ্গীকার ছিল। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতারা, দ্বীপের গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।