কুমিল্লা-৬

মনিরুলকে সাবেক কাউন্সিলরদের সমর্থন

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি কর্পোরেশন, সেনানিবাস এলাকা, সদর দক্ষিণ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলটির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে সমর্থন জানিয়ে গণসংযোগে নেমেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) বিএনপিপন্থি সাবেক কাউন্সিলররা। বুধবার রাতে নগরীর টমছমব্রিজ এলাকার একটি রেস্তোরাঁর হলরুমে সংবাদ সম্মেলন করে তারা সমর্থনের কথা সাংবাদিকদের জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওই ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী মাহবুবুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। বিগত ৬০ বছর ধরে রাজনীতি করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া সুশিক্ষিত এই নেতা তিনবারের সাবেক এমপি এবং আওয়ামী লীগ সরকারের আমলে হয়রানিমূলক মামলায় কারা নির্যাতিত পরীক্ষিত ও জনবান্ধব নেতা। ২০১৮ সালে ধানের শীষের প্রার্থী হয়ে তিনি কারাগারে থেকে নির্বাচন করেন।