মনোনয়নবঞ্চিত তিন নেতা এক মঞ্চে

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ-১ নির্বাচনি এলাকায় (শ্রীনগর ও সিরাজদিখান) বিএনপির খসড়া মনোনয়ন তালিকায় বঞ্চিত তিন নেতা এক মঞ্চে উপস্থিত হয়েছেন। শত শত নেতাকর্মীর সামনে তারা বক্তব্য দেন। গত বুধবার শ্রীনগরে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও শ্রীনগর ডাকবাংলো এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মমিন আলী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন একমঞ্চে বক্তব্য রাখেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেন, গত ১৭ বছর যারা আন্দোলন-সংগ্রামে জড়িত ছিল, যারা এ দেশের জনগণের পাশে ছিল- চূড়ান্ত বিবেচনায় তাদেরই মনোনয়ন দেওয়া হবে বলে আমি আশাবাদী। মীর সরফত আলী সপু বলেন, দল আগেই জানিয়েছে- যারা ত্যাগী, রাজপথে আছে এবং জনগণের পাশে থেকেছে, দল তাদেরই মূল্যায়ন করবে।

আমি বিশ্বাস করি জনগণ যাকে চায়, দল তাকেই মনোনয়ন দেবে। জনগণের ওপরে আর কোনো শক্তি নেই। তিনি আরও বলেন, ২৪ জুলাইয়ের আন্দোলনে আমরা দেখেছি জনগণের শক্তির কাছে কিভাবে হাসিনা পরাজিত হয়েছিল। জনগণই মূল শক্তি। বিএনপিকে বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে জনগণই। জনগণের ভালোবাসাতেই এতো ষড়যন্ত্রের পরেও বিএনপি এখনও দেশের সবচেয়ে জনপ্রিয় দল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন, আওলাদ হোসেন, সাবেক সদস্য সচিব আলী আনছার মোল্লা, মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা। এর আগে সকালে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির খসড়া মনোনয়ন পুনর্বিবেচনা করার দাবিতে শ্রীনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।