নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখা কমিটির আয়োজনে নারীদের উন্নয়ন, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা বিষয়ক উঠান বৈঠক গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে উপজেলার বিরিশিরি ইউনিয়নের দাখিনাইল গ্রামে নারীর ক্ষমতায়ন বিষয়ক এক অনুপ্রেরণামূলক আলোচনা সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি আনতে নারীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। ব্যারিস্টার কায়সার কামাল বিশ্বাস করেন- একটি উন্নত ও মানবিক সমাজ গঠনে নারী-পুরুষের সমান অংশগ্রহণই দেশের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, বিরিশিরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার বাদশা, উপজেলা বিএনপিসহ স্থানীয় দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন পেশার নারী প্রমুখ।