বারহাট্টায় ভারতীয় শাড়িবোঝাই ট্রাক জব্দ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধ পথে আনা ট্রাকভর্তি বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাঁকুড়াবাজারে এলাকায় অভিযান চালিয়ে এসব কাপড় জব্দ করা হয়। এ সময় পাচারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- ট্রাকের চালক ইব্রাহিম ও সহকারী সাব্বিরকে।

তারা দুইজনই গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত এলাকা থেকে কাভার্ড ভ্যানে করে ভারতীয় শাড়ি ও থ্রি-পিস ভর্তি করে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথে বারহাট্টার কাঁকুড়া এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লাগে কাভার্ড ভ্যানটি। এতে স্থানীয় লোকজন এটি আটকে ভেতরে কী আছে জানতে চায়। তাৎক্ষণিক সঠিক উত্তর দিতে না পারায় লোকজন কাভার্ড ভ্যানটি খুলে ভেতরে চোরাচালানের পণ্য দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ সময় ভ্যানটির চালক ও সহকারীকেও আটক করে। থানায় নিয়ে কাভার্ড ভ্যানটি খুলে এতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস দেখতে পায় পুলিশ। বারহাট্টা থানার ওসি কামরুল হাসান বলেন, শাড়ি, কাপড় ও থান কাপড় জব্দ করার সময় সংশ্লিষ্ট থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। এই ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করবে। পাশাপাশি জব্দ করা শাড়ি, থ্রি-পিস ও থান কাপড় জব্দের তালিকা প্রস্তুতি চলছে। নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, এ ঘটনায় মামলা করা হবে।