নদীতে ভাসমান ৪২ পুণ্যার্থী উদ্ধার
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবনের রাসমেলা থেকে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে পশুর নদীতে ভাসতে থাকা ৪২ জন পুণ্যার্থীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড মোংলা পশ্চিম জোন। গত বুধবার রাতে পশুর নদীর হারবারিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। পরে ইঞ্জিনচালিত ট্রলার দুটিসহ পুণ্যার্থীদের মোংলা উপজেলার জয়মনিরঘোল ঠোডা জেটিতে নিরাপদে পৌঁছে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামণ্ডউল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বুধবার সকাল ৯টায় সুন্দরবনের দুবলারচরে অনুষ্ঠিত রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উৎসব শেষে দুটি ইঞ্জিনচালিত ট্রলারে করে ৪২ জন যাত্রী লোকালয়ে ফিরছিলেন। সন্ধ্যা ৬টার দিকে পশুর নদীর হারবারিয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায় এবং দুটি নৌকা নদীতে ভেসে থাকে। পরে মোবাইল ফোনের মাধ্যমে কোস্ট গার্ডকে বিষয়টি জানানো হলে রাতে হারবারিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
