চাঁদপুরে সম্প্রীতি সভা
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি
আল্লাহ এবং রাসুল (সা.) কে নিয়ে কটূক্তির ঘটনায় চাঁদপুরের ওলামা মাশায়েখ এবং সনাতন ধর্মের নেতাদের যৌথ সম্প্রীতিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চাঁদপুর শহরের পুরানবাজারস্থ চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভবনের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় চাঁদপুরে হিন্দু-মুসলমানসহ সব ধর্মে মানুষের হাজার বছরের সম্প্রীতিক ঐতিহ্য, পারস্পরিক ভাতৃত্ব এবং সহাবস্থানকে সুদৃঢ় রাখতে ধর্মীয় মুরুব্বীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি কেউ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে তাকে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির নিশ্চিত করতে প্রশাসনকে সহযোগিতার করার আশ্বাস ব্যক্ত করেন। তবে এক্ষেত্রে কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেয়, সেজন্য সাধারণ ধর্মপ্রাণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়। যৌথ সম্প্রীতি সভায় উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা মাওলানা খাজা আহমদ উল্লাহ, সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন, সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা তোফায়েল আহমেদ, সহ-সাধারণ সম্পাদ মুফতি শাহাদাত হোসেন কাসেমী, মাওলানা মাইনুল ইসলাম, মুফতি ইব্রাহিম মাদানী, প্রচার সম্পাদ হাফেজ ক্বারী আব্দুর রশিদ আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক ফারুক মুহাম্মদ নোয়াইম, সহ-প্রচার সম্পাদক মাওলানা আশিকে এলাহী, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, পরেশ মালাকার, সাধারণ সম্পাদক তমল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, সদস্য সচিব মানিক লাল ঘোষ, চাঁদপুর শ্মশান কমিটির সভাপতি খোকন পোদ্দার প্রমুখ।
