ব্রিজ দেবে ভোগান্তি, ঝুঁকি নিয়ে লক্ষাধিক মানুষের পারাপার
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারী ডোমারের শালকী ব্রিজের পিলারের নিচের মাটি সরে গিয়ে ব্রিজটি দেবে যায়। ফলে যানবাহন পারাপারসহ স্কুল শিক্ষার্থী ও মানুষের চলাচলের চরম ঝুঁকিপূর্ণ হয় ব্রিজটি। তবুও উপজেলা শহরে প্রবেশদ্বার উত্তরের কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে।
উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নবাসীসহ আমবাড়ী, গোমনাতী, জোড়াবাড়ী, কেতকীবাড়ী ইউনিয়নের লক্ষাধিক লোক চলাচলকারী একমাত্র রাস্তা ডোমার আমবাড়ীর হাট সড়কের চান্দিনাপাড়া সংলগ্ন শালকী ব্রিজটি। গত এক বছর ধরে ব্রীজটি পিলার দেবে গিয়ে ভারী যান চলাচলের অনুপযোগী হয়। স্থানীয়রা ব্রীজের দুধারে বাঁশের খুঁটি দিয়ে যানবহন পারাপারের প্রতিবন্ধকতা তৈরি করলেও মোটরসাইকেল, রিকশা-ভ্যান ও মানুষজন প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। যা যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
ভ্যানচালক আব্দুল লতিফ বলেন- ব্রিজটি দেবে গেছে, গাড়ি যাতাযাতে বন্ধ করার জন্য বাঁশের খুঁটি দেওয়া হয়েছে। তবুও ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে গাড়ি নিয়ে যাওয়া আসা করছি। চালক হৃদয় জানান, শহরে ঢুকার কোনো বিকল্প রাস্তা না থাকায় ঝুঁকি নিয়ে প্রতিদিন ভাঙা ব্রিজের ওপর দিয়েই যাতাযাত করছি। মাইক্রোবাস চালক আলম জানান, চলাচলের ঝুঁকি জেনেও ব্রিজটির ওপর দিয়েই গাড়ি পারাপার করি।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী ফিরোজ আলম জানান, ব্রিজটি ঝুকিপূর্ণ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ আসলে যথাযথ প্রক্রিয়া শেষে ব্রিজটি নির্মাণ করা হবে।
