আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফরিদপুর প্রতিনিধ
ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনে চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক শেখ আবুল খায়ের, প্রচার সম্পাদক ও সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা এবং আওয়ামী লীগ নেতা কামাল হোসেন মোল্যা। চরভদ্রাসন থানার ওসি রজিউল্লাহ খান বলেন, সন্ত্রাসবিরোধী আইনে তাদের তিনজনকে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
