মনোনীত ও বঞ্চিত প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি কর্মসূচি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন ও মনোনয়ন বঞ্চিত নেতা ডা. মো. শহিদুল আলমের সমর্থকদের পাল্টাপাল্টি কর্মসুচি অব্যহত রয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার সময় সেনাবাহিনী মনোনয়ন বঞ্চিত ডা. শহীদুল আলমের পক্ষের চারজনকে গুলতি, লোহার বল, লাঠিসোটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্রসহ আটক করে। আটকরা হলেন- আশাশুনি উপজেলার বাটরা গ্রামের আলীমুলের ছেলে মামুন, কালিগঞ্জের নলতা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের শফিকুল সরকারের ছেলে শামীম, কাশীবাটি গ্রামের মোস্তফা সরদারের ছেলে আব্দুল মান্নান, পূর্ব নারায়ণপুর গ্রামের মধুসুধন ঘোষের ছেলে শুভঙ্কর কুমার ঘোষ। কালিগঞ্জ বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানায়, গত বৃহষ্পতিবার বিকালে কালিগঞ্জ সরকারি কলেজ থেকে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনের নেতৃত্বে একটি গণমিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
