বিএনপি নেতার মতবিনিময়

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভোলা প্রতিনিধি

ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ভোলা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। শনিবার দুপুরে ভোলা প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠানে ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক ড. অ্যাড. আমিরুল ইসলাম বাছেত এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভোলা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর বলেন, ‘আমি সংসদ সদস্য নির্বাচিত হলে ভোলার মানুষের দীর্ঘ দিনের দাবি ভোলা-বরিশাল সেতু নির্মাণ করা হবে। ভোলার গ্যাসের ওপর নির্ভর করে বিভিন্ন শিল্পকারখানা নির্মাণ করে বেকারত্ব দূরসহ নানানমুখী উন্নয়ন কাজ করব।