শহিদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কক্সবাজার অফিস

মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশন আয়োজিত শহিদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা উৎসব মুখর পরিবেশে জেলার চারটি উপজেলার ৬টি কেন্দ্রে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার পর্যন্ত ক্ষুদে শিক্ষার্থীদের এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কক্সবাজারের কৃতি মান পুরুষ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এবারের পরীক্ষায় রেকর্ড ২৮৯৬ জন ক্ষুদে শিক্ষার্থী অংশ নেয়। মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ আয়োজন কমিটির আহবায়ক অধ্যক্ষ এএম ফরিদুল আলম চৌধুরী জানান, ৩য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ছাত্র-ছাত্রী পৃথক পরীক্ষায় অংশ নেয়। মূলতঃ চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া ও মহেশখালী উপজেলার চার শ্রেণিতে পড়ুয়া মেধাবী শিক্ষার্থীরা মেধা যুদ্ধে অংশ নেয়। সূত্র আরও জানায়, চারটি উপজেলার ছয়টি পরীক্ষা কেন্দ্রে অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা হলো- পেকুয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র ৪৭৫ জন, চকরিয়া গ্রামার স্কুল কেন্দ্রে ৬৭২ জন, মালুমঘাট আইডিয়াল স্কুল কেন্দ্রে ৪২৫ জন, কুতুবদিয়া মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৬৬৮ জন, ছোট মহেশখালী তৈয়বিয়া মাদ্রাসা কেন্দ্রে ৩৪১ জন ও ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩১৫ জন শিশু শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়। ১০ ডিসেম্বর শহিদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। শ্রেণি ভিত্তিতে গোল্ডেন এ প্লাস, এ প্লাস ও এ গ্রেডে ফলাফল অর্জনকারীরাই মেধা বৃত্তি লাভ করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও শহিদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক সালাহউদ্দিন আহমদ পুরস্কার ও সনদ বিতরণ করবেন।