বিএনপি নেতার বিরুদ্ধে মহিলা দল নেত্রীর মামলা
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
যশোর প্রতিনিধি
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান। গতকাল রোববার যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডলের আদালতে এ মামলা করেন তিনি। আদালত অভিযোগটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুল্লাহ। মামলায় রাশিদা রহমান অভিযোগ করেন, দেলোয়ার হোসেন খোকন রাজনৈতিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে বিভিন্ন সময় অপমানজনক ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। সর্বশেষ গত ৮ নভেম্বর দুপুরে যশোর রেড ক্রিসেন্ট অফিসের দ্বিতীয় তলায় এক সভা শুরুর আগে সকলের সামনে অকথ্য ভাষায় গালাগাল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন খোকন। এ সময় বাদীর ছেলেকে নিয়েও আপত্তিকর মন্তব্য এবং নানা হুমকি দেন তিনি। পরে উপস্থিত ব্যক্তিরা পরিস্থিতি শান্ত করেন। ঘটনায় মানহানি হয়েছে উল্লেখ করে আদালতে মামলা করেন জেলা মহিলাদল সভানেত্রী। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে দেলোয়ার হোসেন খোকন বলেন, তিনি আমার বড় বোন। মামলা করার অধিকার সবার আছে।
