শ্যামনগরে দুই ডাকাত আটক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে গ্রামবাসীর সহায়তায় বিল্লাল হোসেন ও আযহারুল নামে সুন্দরবনের দুই বনদস্যু আটক করেছে পুলিশ।
গত শুক্রবার রাত ১১টার দিকে সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের ২নং গাবুরা খেয়াঘাট থেকে তাদের আটক করা হয়েছে। এ সময় আটকদের নিকট থেকে ট্রিগার,পাইপ, ছোট বড় প্রায় ২২টি স্প্রিং ও বন্দুকের কার্তুজসহ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার কারা হয়। বিল্লাল কয়রা থানার ইমান পাড়া গ্রামের ইব্রাহীম গাজী এবং আযহারুল দাকোপ থানার জয়নগর গ্রামের মৃত জয়নাল গাজীর ছেলে। তাদের বিরুদ্ধে কয়রা, পাইকগাছা, দাকোপ ও সোনাডাঙ্গাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।
