টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজস্ব কনফারেন্স রুমে কো-অর্ডিনেশন সভার আয়োজন করেন। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী জানান, উপজেলায় টিসিভি ক্যাম্পেইনে ৮০,৮১৩ জনের টিকাদান লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ৫০,৯১৯ জন ও কমিউনিটি লক্ষ্যমাত্রা ৩০,৮৯৭ জন। নিবন্ধিত শিক্ষার্থী ৪০,৬৬৭ জন এবং কমিউনিটি নিবন্ধিত শিশু ২৯,২৮০ জন। এদের মধ্যে শিক্ষার্থী টিকাপ্রাপ্ত ৫০,৬৬২ জন, যা অর্জনের হার ৯৯ শতাংশ। কমিউনিটি নিবন্ধিত শিশু টিকাপ্রাপ্ত ২০,২৯৭ জন, যা অর্জনের লক্ষ্যমাত্রা ৭০ শতাংশ। আগামী ১৪ নভেম্বর টিকাদান ক্যাম্পেইন শেষ হওয়ার তারিখ অব্দি টিকা না পাওয়া ১০,৬০০ শিশুর টিকার আাওতায় নিয়ে আসতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করে পাশর্^বর্তী টিকাদান কেন্দ্রগুলোতে শিশুদের টিকা নেওয়ার আহ্বান করেন তিনি।
