সিরাজদিখানে কৃষি উপকরণ বিতরণ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্রদর্শনীপ্রাপ্ত কৃষক-কৃষাণীদের মধ্যে বীজ, সার ও কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার মো. আবু সাঈদ শুভ্রর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত উপ-পরিচালক ড. মো. আনোয়ারুল ইসলাম।

এ সময় তেল ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সিরাজদিখান উপজেলায় মোট ২৪টি প্রদর্শনী স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২৩টি একক প্রদর্শনী এবং ১টি ব্লক প্রদর্শনী। প্রতি একক প্রদর্শনী কৃষক পেয়েছেন, বীজ ১.৫ কেজি, জৈব সার ১০০ কেজি, ডিএপি ৪০ কেজি, এমওপি ৩০ কেজি, জিপসাম ৩০ কেজি, দস্তা ২ কেজি, বোরন ১.৫ কেজি, ম্যাগনেসিয়াম ৫ কেজি, এমিস্টার টপ ১০০ মিলি, ফ্লোরা ১০০ মিলি এবং টাইপিড ১০০ মিলি। অন্যদিকে, একটি ব্লক প্রদর্শনীর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে- বীজ ৯ কেজি, জৈব সার ৬০০ কেজি, ডিএপি ২৪০ কেজি, এমওপি ১৮০ কেজি, দস্তা ১২ কেজি, বোরন ৯ কেজি, ম্যাগনেসিয়াম ৩০ কেজি, এমিস্টার টপ ৬০০ মিলি, ফ্লোরা ৬০০ মিলি এবং টাইপিড ৬০০ মিলি। প্রকল্পের আওতায় শস্য বিন্যাস অনুযায়ী- সরিষা-বোরো-পতিত ৫ জন, সরিষা-বোরো-বোনা আমন ৫ জন এবং সরিষা-বোরো-রোপা আমন ১৩ জন কৃষক অন্তর্ভুক্ত হয়েছেন।

উপজেলা কৃষি অফিসার মো. আবু সাঈদ শুভ্র বলেন, সরিষা ও অন্যান্য তেল ফসলের চাষ বাড়াতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের আধুনিক প্রযুক্তি ও উপকরণ সহায়তার মাধ্যমে তেল ফসলের উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী।