মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা-৬ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর রশিদ ইয়াছিনকে দলটির মনোনয়নের দাবি জানিয়েছেন হামলা-মামলায় নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের পরিবার। গতকাল রোববার কুমিল্লা টাউন হল মাঠে সংবাদ সম্মেলনে এ দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এসময় ভুক্তভোগী এক পরিবারের আনা আজিজা বলেন, তার স্বামী ফখরুল ইসলাম মিঠু কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ছিলেন। আওয়ামী লীগের সময়ে ১৭ বছর ধরে তিনি নির্যাতিত হয়েছেন। তার স্বামীর বিরুদ্ধে ৩২টি মামলা দেওয়া হয়েছিল। স্বৈরাচার সরকারের রোষানলে তাকে বছরের পর বছর আত্মগোপনে থাকতে হয়েছে। তার স্বামী তিনবার কারাবরণ করেছেন। তখন ইয়াছিন তাদের পরিবারের পাশে ছিলেন। তার দাবি, দুঃসময়ে পাশে থাকা ইয়াছিনকে সদর আসনে মনোনয়ন দেওয়া হোক।
