স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণের ঘটনায় ১২ বয়সি এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুস সোবহানের বিরুদ্ধে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় ধর্ষণ মামলা করলে গত শনিবার রাতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আব্দুস সোবহান রওশনপুর এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। ধর্ষণের শিকার ওই কিশোরী অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গত শনিবার রাতে অভিযুক্ত সোবহানের গ্রেপ্তার, শাস্তি ও বিচারের দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী। এলাকাবাসী জানান, ৫৭ বছর বয়সি আব্দুস বাড়িতে লোকজন না থাকায় ওই কিশোরীকে একা পেয়ে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণ করে।

ধর্ষণের পর ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয় সে। এতে ওই কিশোরী ভীতসন্ত্রস্ত হয়ে কাউকে জানায়নি। এখন সে সাত মাসের অন্তঃসত্ত্বা। ভুক্তভোগী ওই ছাত্রী জানায়, অভিযুক্ত সোবহান সম্পর্কে তার দাদা হয়। বাড়িতে প্রায়ই আসতেন। গত এপ্রিলের সে বাড়িতে একা ছিল। মা-বাবা মরিচ তুলতে গিয়েছিলেন। ওই ছাত্রী ঘরে শুয়ে ছিল। হঠাৎ বুঝে উঠার আগেই অভিযুক্ত ব্যক্তি তাকে হাত-পা বেঁধে মুখ চেপে ধরে ধর্ষণ করে। ঘটনাটি যাতে না বলে সে জন্য নানা ভয়ভীতি দেখায় এবং মেরে ফেলার হুমকি দেয়। এ কারণে কাউকে কিছু জানায়নি।

তিরনইহাট ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ঘটনাটি আমি শুনেছি। আসামি গ্রেপ্তার হয়েছে। তেঁতুলিয়া মডেল থানার কর্মকর্তা (ওসি তদন্ত) নাজির হোসেন নানান, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।