দুর্গাপুর পৌর শহরে ফুটপাত দখলমুক্ত করার দাবি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কলিহাসান, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর পৌর সদরের পান মহাল সংলগ্ন মধ্য বাজারে অবৈধভাবে ফুটপাতে ফল ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য লিখিত অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী ব্যবসায়ীরা। গতকাল রোববার উপজেলা ইউএনও অফিসের কার্যালয়ে ওই লিখিত অভিযোগ দাখিলের বিষয়টি নিশ্চিত করেছে ফল ব্যবসায়ী আব্দুল মান্নান। লিখিত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিতে আরও ৭ জন ফল বিক্রেতা গণসাক্ষর করেছেন।
অভিযোগের বিবরণে জানা গেছে, পৌর সদরের প্রায় ২৩-২৫ জন ফল ব্যবসায়ী পান মহালের পাশে ও ফুটপাতে বসে ফল বিক্রি করতেন। ওই জায়গাটি জন গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় যানযট প্রায়ই লেগে থাকে। এতে জনভোগান্তি অনেকটা চরমে।
সেই দিক বিবেচনা পূর্বক গত ৫ আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দুর্গাপুর পৌরসভা, পৌর বণিক সমিতির নেতারা ও দুর্গাপুর অস্থায়ী সেনা কমান্ডের নেতৃত্বে ফুটপাতে ফল বিক্রি করা বন্ধ করে দেন। সব ফল ব্যবসায়ীদের চাল মহালের টিনসেড বিল্ডিংএ একসঙ্গে ফল বিক্রি করার জায়গা নির্ধারণ করে দেওয়া হয়। একসঙ্গে সব ফল ব্যবসায়ীরা ফল বিক্রি করেন দীর্ঘদিন। হঠাৎ করেই কয়েকজন আবার ফুটপাতে ফল বিক্রি শুরু করে। এতে প্রকৃত ফল বিক্রেতারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এমন মৌখিক অভিযোগের প্রেক্ষিতে গত ২০ অক্টোবর রাতে ক্যাপ্টেন ফাইয়াজ মঞ্জর নেতৃত্বে অবৈধ ফুটপাত থেকে ফল ব্যবসায়ীদের উচ্ছেদ করে নির্ধারিত জায়গায় বসতে নির্দেশনা দেন। সম্প্রতি ওই কতিপয় অসাধু ব্যবসায়ীরা অতি মোনাফা লাভের আশায় ফুটপাতে আবারও ফল বিক্রি শুরু করে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান জানান, আমি ডিসি অফিসে একটি জরুরি মিটিংয়ে উপস্থিত হয়েছি। লিখিত অভিযোগের আবেদনের প্রেক্ষিতে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
