ঘিওরে নবনির্মিত প্রশাসনিক ভবন ও ইনডোর হলরুমের উদ্বোধন

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও ইনডোর হলরুমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দুপুরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মনোয়ার হোসেন মোল্লা। সার্বিক তত্ত্বাবধান করেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতাণ্ডতুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঘিওর উপজেলা প্রকৌশলী মো. শাহিনুজ্জামান, সিনিয়র উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। উদ্বোধন উপলক্ষে ভবনটি বেলুন, ফুল ও ফেস্টুনে সাজানো হয়। সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারী একসঙ্গে হওয়ায় পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। নবনির্মিত এই ভবনটিতে একটি আধুনিক ইনডোর হলরুমসহ মোট ৩৪টি কক্ষ রয়েছে। নিচতলায় রয়েছে হলরুম এবং মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যানের কক্ষ।

দ্বিতীয় তলায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের কার্যালয়, তৃতীয় তলায় উপজেলা প্রকৌশলীর কার্যালয় এবং চতুর্থ তলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়সহ আরও কয়েকটি দপ্তর স্থান পেয়েছে। উদ্বোধন শেষে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, সরকার প্রশাসনিক অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। এই নবনির্মিত ভবন উদ্বোধনের মাধ্যমে ঘিওর উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ জনগণ আরও সহজে সরকারি সেবা নিতে পারবে। উন্নত ভবনের পাশাপাশি সেবার মানও হতে হবে উন্নত, তবেই প্রকৃত উন্নয়ন সম্ভব। তিনি আরও বলেন, জনবান্ধব প্রশাসন গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। তাই এই ভবন শুধু একটি স্থাপনা নয়, এটি হবে জনগণের সেবার কেন্দ্রবিন্দু।