কয়রায় দুর্যোগ সহায়তা উপকরণ বিতরণ
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কয়রা (খুলনা) প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপকূলীয় জনগোষ্ঠীর বিশেষত নারীদের দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণে জেন্ডার রেস্পন্সিভ কোস্টাল এডাপটেশন (জিসিএ) প্রকল্পের আয়োজনে ও এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর উদ্যোগে দুর্যোগ পূর্ব সতর্কতা, অনুসন্ধান ও উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা উপকরণ বিতরণ অনুষ্ঠান গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় কয়রা উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও জিসিএ প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মুহাম্মদ আব্দুল হাই আল মাহমুদ।
আরও বক্তব্য রাখেন এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের পরিচালক ডঃ আহসান হাবিব, দুর্যোগ পূর্ব প্রস্তুতি প্রকল্পের ডেপুটি পরিচালক আলমগীর হোসেন, মহিলাবিষয়ক কর্মকর্তা মো: মনিরুজ্জামান, ফায়ার সার্ভিসের ডিফেন্স অফিসার আব্দুল আহাদ, এসআই তাকে মাহমুদ, প্যনেল চেয়ারম্যান বিভূতিভূষণ রায়, উত্তরণের প্রকল্প কর্মকর্তা তানিয়া সুলতানা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জানান, পূর্ব সতর্কবার্তা ও উদ্ধার কার্যক্রমের জন্য নারীদের উপকরণ ও প্রশিক্ষণে সক্ষম করে তোলা শুধু কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি করে না বরং এটি নিশ্চিত করে যে দুর্যোগ প্রস্তুতি কার্যক্রম সবচেয়ে দুর্গম ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছেও পৌঁছে যায়। বর্তমানে জিসিএ প্রকল্প উপকূলীয় খুলনা ও সাতক্ষীরার ৫টি উপজেলার ৩৯টি ইউনিয়নে হাজার হাজার উপকারভোগি সদস্যদের নিয়ে কাজ করছে।
