গোমতী সেতুর নকশা চূড়ান্ত করতে মতবিনিময়

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার নজরুল মিলনায়তনে গতকাল মঙ্গলবার দুপুরে গোমতী নদীর উপর বহু প্রতীক্ষিত সেতু নির্মাণ নিয়ে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের এই গুরুত্বপূর্ণ প্রকল্পের স্থবিরতা এবং জনদুর্ভোগ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে, বিশেষ করে ‘আলোকিত বাংলাদেশ’ পত্রিকায় সমালোচনামূলক সংবাদ প্রকাশিত হওয়ার পর অবশেষে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। দ্রুত জনগণের ভোগান্তি লাঘবে সেতুর নকশা (ডিজাইন) চূড়ান্ত করতে তড়িঘড়ি করে এই সভার আয়োজন করা হয়, যেখানে প্রকল্পের সব স্টেকহোল্ডার উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সওজ ডিজাইন ইউনিট কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাদাত হোসেন। তিনি তার বক্তব্যে জনদুর্ভোগের বিষয়টি স্বীকার করে নেন এবং অতি দ্রুত সেতুর নির্মাণ কাজ শুরু করার জন্য কর্তৃপক্ষ বদ্ধপরিকর বলে প্রতিশ্রুতি দেন। বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা সওজের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, সওজ কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এবং সহকারী কমিশনার ভূমি সাকিব হাসান খাঁন। এছাড়াও উপজেলা প্রকৌশলী ফয়সাল বারী পূর্ণ, স্বাস্থ্য কর্মকর্তা সিরাজুল ইসলাম মানিক, প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার, আব্দুর রাজ্জাক এবং কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পুসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।

সভায় শিক্ষাবিদ মফিজ উদ্দিন আহাদ, তাজুল ইসলাম ও গিয়াসউদ্দিনসহ বিএনপি, জামাত, গণঅধিকার পরিষদ, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।