ঝালকাঠি সদর হাসপাতালে আল্ট্রাসোনোগ্রাম বন্ধ
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর হাসপাতালে আল্ট্রাসোনোগ্রাম মেশিন নষ্ট বন্ধ আছে প্রায় দুই বছর। আল্ট্রাসোনোগ্রাম এর অত্যাধুনিক দুটি মেশিন থাকলে মেশিন বিকল থাকায় হচ্ছে না আল্ট্রাসোনোগ্রাম টেস্ট। এ অবস্থায় রোগীদের কয়েকগুণ বেশি টাকা দিয়ে ডায়গনস্টিক সেন্টারগুলো থেকে টেস্ট করাতে হচ্ছে। চরম এই দুভোর্গের অবসান চেয়েছেন রোগীরা।
ঝালকাঠি সদর হাসপাতালে প্রতিদিন শত শত রোগী আসে চিকিৎসা নিতে। এরমধ্যে অধিকাংশই দরিদ্র। হাসপাতালে আসা এসব দরিদ্র রোগীদের যখন আল্ট্রাসোনোগ্রাম করতে বলা হয়, তখন তাদের হাত কপালে ওঠে। কারণ হাসপাতালে আল্ট্রাসোনোগ্রাম টেস্ট হয় না। অথচ আল্ট্রাসোনোগ্রামের দুটি অত্যাধুনিক মেশিন রয়েছে হাসপাতালে। মেশিন বিকল থাকায় দুই বছর ধরে বন্ধ রয়েছে আল্ট্রাসোনগ্রাম। হাসপাতালে যেখানে রোগীরা ১০০-২০০ টাকার মধ্যে আল্ট্রাসোনগ্রাম করাতে পারতো মেখানে তাদের এখন ডায়গেনস্টিক সেন্টারকে দিতে হচ্ছে ৮০০-১০০০ টাকা। একজন দরিদ্র রোগীর জন্য যা মারাত্মক বোঝা।
ডায়গনস্টিক সেন্টার ও বেসরকারি ক্লিনিকগুলোর দালালের উৎপাতও রয়েছে সদর হাসপাতালে। গ্রামাঞ্চল থেকে আসা রোগীদের কোন টেস্ট দিলেই হাসপাতাল চত্বরেই এই দালালরা রোগীদের নিজ নিজ ডায়গেনস্টিক সেন্টারে নিয়ে যেতে টানাহেঁচড়া শুরু করে। ঝালকাঠি জেলার প্রধান চিকিৎসা কেন্দ্রের এই দুরবস্থা ও ভোগান্তির অবসান চান স্থানীয়রা। অবিলম্বে আল্ট্রাসোনোগ্রামসহ প্রয়োজনীয় যে প্যাথলজি টেস্টগুলো এখানে নেই সেগুলো চালু করারও দাবি জানিয়েছেন তারা।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জানালেন পুরানো মেশিন দিয়ে আর কাজ হবে না। আগামী ১৫ দিনের মধ্যে নতুন আল্ট্রাসোনোগ্রাম মেশিন চালু করার ব্যবস্থা করা হবে।
