মুন্সীগঞ্জে সাংবাদিকদের নিয়ে কর্মশালা
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে মুন্সীগঞ্জে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এ কর্মশালা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসেবে আলোচনা করেন প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুল সবুর। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিক্ষা ও আইসিটি মো. মাহমুদুর রহমান খোন্দকার তথ্য কর্মকর্তা রহিমা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। অপসাংবাদিকতা রোধে সাংবাদিকদের নৈতিকতা, পেশাদারিত্ব ও আইনি জ্ঞানের বিকল্প নেই। দেশকে ভালোবেসে কাজ করতে হবে। নিজের অধিকার সম্পর্কে জানতে হবে। দলীয় রাজনীতির ঊর্ধ্বে অবস্থান থাকতে হবে। অনেকে ভিউ বাড়াতে অপ-সাংবাদিকতায় লিপ্ত হয়।
