নাশকতার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরে কাউখালীতে নাশকতার মামলায় ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে কাউখালী থানা পুলিশ বিশেষ অভিযানে পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

থানা সূত্রে জানা যায়- নাশকতার পরিকল্পনার যুক্ত থাকায় অভিযোগে দুইজন ও নিয়মিত মামলায় একজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। গ্রেপ্তার ইদ্রিস হাওলাদার উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের ইউপি সদস্য ও আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক। একই ইউনিয়নের সোনাকুর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার ছেলে সরোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ছাড়া নিয়মিত মামলার আসামি উপজেলার জীবগা সাতুরিয়া গ্রামের খলিলুর রহমানর ছেলে মো. ফেরদৌসকেও গ্রেপ্তার করা হয়েছে।