পাটবীজ উৎপাদনকারী চাষিদের প্রশিক্ষণ
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলার ৭৫ জন পাটবীজ উৎপাদনকারী চাষিকে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল বুধবার পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রশিক্ষণের আয়োজন করেন উপ-সহকারী পাট কর্মকর্তার কার্যালয়। পাট অধিদপ্তরের রংপুর বিভাগীয় সহকারী পরিচালক সোলেয়মান আলী চাষিদের প্রশিক্ষণ দেন। এ সময় পাট অধিদপ্তরের অডিট-১ শাখার সহকারী সচিব আকরাম হোসেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা পাট কর্মকর্তা এটিএম তৈয়বুর রহমান, সহকারী পাট কর্মকর্তা রেজাউল করিম, প্রেসক্লাব সভাপতি মোজাফফর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
