সিরাজদিখানে আবর্জনায় দূষিত ইছামতি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

বাংলাদেশ নদীমাতৃক দেশ। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে একের পর এক নদী হারাচ্ছে তাদের স্বাভাবিক প্রবাহ ও সৌন্দর্য। ঠিক তেমনি সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকার ঐতিহ্যবাহী ইছামতি নদীটি এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। স্থানীয়রা জানান, এক সময় এই নদীর পানি ছিল স্বচ্ছ ও প্রবহমান। নৌকা চলত, নদীর পানি মানুষ ব্যবহার করত নানা কাজে। কিন্তু এখন নদীর পাড় দখল করে গড়ে উঠেছে মার্কেট, ফেলা হচ্ছে পলিথিন, গৃহস্থালির বর্জ্য ও নোংরা পানি। ফলে নদীর পানি হয়ে পড়েছে দুর্গন্ধযুক্ত, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। দ্রুত উদ্যোগ না নিলে ইছামতি নদী বিলীন হয়ে যাবে। স্থানীয় প্রশাসনের কঠোর তদারকি ও জনগণের সচেতনতা ছাড়া নদীটিকে রক্ষা করা সম্ভব নয়।
স্থানীয় শামীম হোসেন বলেন, এই ইছামতি নদীটি অনেক ঐতিহ্যপূর্ণ একটি নদী। এখান দিয়ে বর্ষা মৌসুমে প্রতিনিয়ত যাতায়াত করত নৌকা ও ইঞ্জিনচালিত বোট। চারিদিকে বিভিন্ন বাঁধ হওয়ায় এই নদীটিতে পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছে যার ফলে হারিয়েছে তার সৌন্দর্য পরিণত হয়েছে ময়লার ভাগাড়ের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের মাধ্যমে নদীটি খনন ও বাঁধ অপসারণের উদ্যোগ নিলে, ইছামতি নদীকে আগের ন্যায় ফিরে পাওয়া সম্ভব বলে মনে করছি।
স্থানীয় আবুল হোসেন জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পারাপারের জন্য রাস্তার নিচ দিয়ে তৈরি করা হয়েছে ফুটওভার ব্রিজ। এই ইছামতি নদীতে ময়লা-আবর্জনা ফেলায় নষ্ট হয়েছে পরিবেশ। ময়লা আবর্জনার দুর্গন্ধে পথচারীরা পারাপারের সময় অনেকটাই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। এ বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার জানান, ইছামতি নদী রক্ষার্থে নিমতলা বাজারের জন্য ডাস্টবিনের ব্যবস্থা করছি। ইছামতি নদী রক্ষণাবেক্ষণের জন্য এরআগে আবেদন করেছি। খুব শিগগিরই ইছামতি নদীর ময়লা অপসারণ করা হবে।
