সন্তান হত্যার বিচার দাবি বাবার

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় ছেলে আশরাফুল ইসলাম হত্যার বিচার চেয়ে সাবেক স্ত্রী মোছা. আয়েশা সিদ্দিকা ও ছোট ভাই আমিনুর ফকিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বাবা মো. মনিরুজ্জামান নামে এক ব্যক্তি। গতকাল বুধবার উপজেলার লোহাগড়া প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. মনিরুজ্জামান নামে ওই ব্যক্তি এ অভিযোগ করেন।

মো. মনিরুজ্জামান উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামের মৃত আব্দুল মানান ফকিরের ছেলে। লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিকালে ২০০৮ সালে নলদী ইউনিয়নের চর-বালিদিয়া গ্রামের সিদ্দিক মুন্সির মেয়ে মোছা. আয়েশা সিদ্দিকাকে বিবাহ করেন। তাদের ২০০৯ সালের ১৭ মার্চ একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে যার নাম মো. আশরাফুল ইসলাম। এরপর তিনি প্রথম স্ত্রী আয়েশাকে তালাক দিয়ে দ্বিতীয় বিবাহ করেন। এরমধ্যে মনিরুজ্জামানের ছোট ভাই আমিনুর ও সাবেক স্ত্রী আয়েশা বিবাহ করেন। ২০১১ সালে তিনি ও তার দ্বিতীয় স্ত্রী, পুলিশের সহায়তায় তার ছেলে আশরাফুল ইসলামকে আনতে গেলে তাকে পুলিশের সামনে অপমান করে তাড়িয়ে দেয় ছোট ভাই আমিনুর ও সাবেক স্ত্রী আয়েশা।

তিনি আরও বলেন, এ ঘটনার কয়েক মাস পর তার ছেলে আশরাফুলকে তার ছোট ভাই ও সাবেক স্ত্রী মিলে হত্যা করে ওই গ্রামের কয়েকজন ব্যক্তি মিলে স্থানীয় কবরস্থানে দাফন করেন। বিষয়টি ওই এলাকার মেম্বার হায়াতুর অবগত আছেন। এর মধ্যে আমার ছোট ভাই ও সাবেক স্ত্রীর একটি ছেলে সন্তান হয় যার নাম রাখা হয় আরিফুল ইসলাম।

এসব অভিযোগের ব্যাপারে মনিরুজ্জামানের ছোট ভাই আমিনুর ফকিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অন্যদিকে অন্য অভিযুক্ত আয়েশা সিদ্দিকার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেন নি। যে কারণে তাদের বক্তব্য পাওয়া যায়নি।