‘শস্য বিন্যাস পদ্ধতিতে একই জমিতে তিন ফসল উৎপাদন সম্ভব’
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে একই জমিতে শস্য বিন্যাসের মাধ্যমে তিন ফসল চাষ জনপ্রিয়করণে কৃষক সমাবেশ করেছে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট। এতে রোপা আমন মাড়াইয়ের পর সরিষা চাষ শেষে বোরো ধান চাষে কৃষকদের উৎসাহিত করতেই রাইস ফার্সিং সিস্টেমস বিভাগের আয়োজনে এই সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের (ব্রি) পরিচালক (গবেষনা) ড. রফিকুল ইসলাম বলেন, রোপা আমন, সরিষা ও বোরো শস্য বিন্যাস পদ্ধতি অনুসরণ করলে একই জমিতে প্রতি কৃষিবছরে তিনটি ফসল উৎপাদন করা সম্ভব। এতে জমির উৎপাদনশীলতা বাড়ে, কীটনাশক ও সার ব্যবহারে খরচ কমে এবং কৃষকরা বেশি লাভবান হন। এই শস্য বিন্যাস জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বিষয়ে কৃষকদের সচেতনতা ও সঠিক প্রশিক্ষণ থাকলে এই শস্য বিন্যাস পদ্ধতি এই অঞ্চলে টেকসই কৃষি উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন হবে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের এলএসটিডি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. আফছানা আনছারী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর সুতিয়াখালী চকনজু গ্রামে স্থানীয় শতাধিক কৃষকের উপস্থিতিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
