তিন শিশুকে নিপীড়নের দায়ে যুবক গ্রেপ্তার

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদ্রাসা পড়ুয়া পাঁচ বছর বয়সি তিন কন্যা শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সাদ্দাম হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্ষুব্ধ গ্রামবাসী গতকাল শনিবার সকালে অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় স্থানীয় একটি প্রভাবশালী মহলের পক্ষ থেকে সালিশের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগও উঠেছে।

অভিযুক্ত সাদ্দাম হোসেন রায়তলা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে মাদ্রাসা ছুটি শেষে ওই তিন শিশু একসঙ্গে বাড়ি ফিরছিল। পথিমধ্যে অভিযুক্ত সাদ্দাম হোসেন তাদের চিপস কিনে দেওয়ার লোভ দেখিয়ে একটি বসতঘরে নিয়ে যায় এবং সেখানে তিনজন শিশুকে যৌন নির্যাতন করে।

পরে যৌন নির্যাতনের শিকার এক শিশু তার দাদিকে ঘটনাটি জানালে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাটি গত শুক্রবার দিনভর চাপা থাকার পর গতকাল শনিবার সকালে তা এলাকায় ছড়িয়ে পড়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত সাদ্দাম হোসেনকে আটক করে। এ সময় ক্ষুব্ধ জনতা তাকে বেধড়ক গণপিটুনি দেয়। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুবকটিকে জনরোষ থেকে উদ্ধার করে এবং তাকে থানায় নিয়ে আসে।

রায়তলা গ্রামের বাসিন্দা শামীম আহমেদ অভিযোগ করে বলেন, ‘ঘটনাটি একটি প্রভাবশালী পক্ষ সালিশের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। আগেও এ ধরনের বহু ঘটনা সালিশে মীমাংসা করে চাপা দেওয়া হয়েছে। আমরা চাই, এই ভয়াবহ অপরাধের জন্য দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক। অন্যথায় সমাজে এ ধরনের ঘটনা আরও বাড়বে।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানান, তিন কন্যা শিশুর ওপর যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করার পর আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।