এমইউজে খুলনার নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  খুলনা ব্যুরো

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা ও কোষাধ্যক্ষ পদে এসএ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া অন্যান্য পদে নির্বাচিত হন, সহ-সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) খুলনা জেলা প্রতিনিধি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক একুশে টেলিভিশনের খুলনা প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম নূর, নির্বাহী সদস্য দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান মো. এরশাদ আলী ও দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কেএম জিয়াউস সাদাত। গতকাল রোববার ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে ৭টি পদের বিপরীতে অন্য কোনো প্রার্থী না থাকায় উপরোক্ত ৭ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

এমইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ইউনিয়নের সিনিয়র সদস্য ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের খুলনা ব্যুরো প্রধান জিএম রফিকুল ইসলাম।