সাড়ে চার কোটি টাকা হাতিয়ে নেওয়ায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে প্রায় সাড়ে চার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার তাদের মাদারীপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ। তারা দুজনেই সাজাপ্রাপ্ত আসামি এবং দেশে আত্মগোপনে থেকে কানাডার ফেক নম্বর ব্যবহার করে যোগাযোগ করতেন।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার ইশিবপুর গ্রামের আলতাপ খানের ছেলে জহিরুল ইসলাম ওরফে সিলন খান ও তার স্ত্রী নুর নাহার কনা। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মাদারীপুর আদালতে প্রতারণা মামলায় এক বছর সাজাপ্রাপ্ত জহিরুল ইসলাম ওরফে সিলন খান।
যার সিআর মামলা নং-৪২৫/২৩ এবং সিআর ৯০/২৪ নং মামলায় তার স্ত্রী নুর নাহার কণা ৬ মাসের সাজাপ্রাপ্ত। তারা দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। বিভিন্ন জনের কাছ থেকে বিদেশে নেওয়াসহ ব্যবসার কথা বলে ৪ কোটি ৩৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে দেশে আত্মগোপনে থেকে নিজেদের কানাডা প্রবাসী পরিচয় দিতেন। যোগাযোগও করতেন কানাডিয়ান নম্বর দিয়ে। একপর্যায়ে গত শনিবার তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ভারত সীমান্ত থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-৬ সদস্যরা। পরে যশোর জেলার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে রাত ১০টার দিকে রাজৈর থানায় নিয়ে আসা হয়। এ সময় থানায় ভিড় জমায় প্রতারণার শিকার ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা আরও জানান, এনজিও কর্মী ছিল কনা। ঘুরে ঘুরে লোন দেওয়া ও টাকা তোলার সুবাদে অনেকের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে বিভিন্নভাবে প্রতারণামূলক কথা বলে টাকা আত্মসাৎ করে স্বামীসহ পালিয়ে যায়। অ্যাডভোকেট ইমন হোসেন জানান, আমাকে অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা বলে বাইশ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তারা।
