বালু উত্তোলনের দায়ে জরিমানা

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শামীমকে অর্ধলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার বাসিন্দা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত উপজেলার যমুনা নদীর মেঘাই ঘাটে ড্রেজার ও কাটার মেশিন ব্যবহার করে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করা হচ্ছিল। এমন গোপন সংবাদেরভিত্তিতে গত শনিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ওই ঘাট এলাকায় অভিযান চালানো হয়।

এ অভিযানে শামীমকে আটক করা হয় এবং পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উল্লেখিত টাকা জরিমানা করা হয়েছে।