বিএনপি নেতার মতবিনিময়

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় কালে বলেন, শিক্ষার মান উন্নয়নের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের একটি পরিকল্পনা রয়েছে। যে পরিকল্পনায় শিক্ষাকে যুগোপযোগী প্রযুক্তি নির্ভর করতে এবং শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য কাজ করা হবে। কেশবপুরে প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের উন্নয়ন করা হবে।

জলাবদ্ধতায় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের ক্ষেত্রে যে সমস্যা রয়েছে, সেগুলোর জলাবদ্ধতার অবসান করার চেষ্টা করা হবে। এছাড়াও শিক্ষকদের সকল সমস্যার সমাধানসহ পাশে থাকবো।

গতকাল শনিবার কেশবপুর আবু শরাফ সাদেক অডিটোরিয়ামে শিক্ষক মো. হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির উপজেলা কমিটির সাবেক আহ্বায়ক ও সাবেক কমিশনার মশিয়ার রহমান, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আবদুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আলা উদ্দিন আলা, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন প্রমুখ।

সভায় প্রধান অতিথি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রায় ১৫ জন শিক্ষকের বক্তব্য ও মতামত শোনেন এবং যুক্তিযুক্ত সমস্যা সমাধানে ধানের শীষের প্রার্থী হিসেবে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।