‘আমাকে তিনবার ফাঁসির দণ্ড দিয়েও হাসিনার শখ মেটেনি’
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, তিনটি মৃত্যুদণ্ড ও তিনটি যাবজ্জীবনের রায় দিয়েও হাসিনার শখ মেটেনি। আরও অনেক মামলা দিয়ে আমাকে নির্যাতন করেছে। আর এক বছর গেলে হয়তো ফাঁসিতে ঝুলাত। গতকাল শনিবার নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনি প্রচারকালে পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পথসভায় তিনি এ কথা বলেন। বাবর বলেন, আমি এসেছি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে, এবং গণতন্ত্রের মানষকন্যা বেগম খালেদা জিয়ার আদর্শ নিয়ে, এবং তার পুত্র আমাদের নেতা তারেক রহমানের আদর্শ নিয়ে। বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমার মূল লক্ষ্য আমার নির্বাচনি এলাকায় বেকার মুক্ত করে অর্থনীতি সমৃদ্ধ করা। প্রত্যেকটি যুবককে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা।
তিনি আরও বলেন, সমাজকে গড়তে হলে আগে মাদক ও জুয়া মুক্ত করতে হবে। আমার নির্বাচনি এলাকায় কোন মাদকাসক্ত বা মাদক কারবারি দেখতে চাই না, কোনো মাদকাসক্ত দেখতে পেলে তাকে বেঁধে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দিবেন। কেউ তদবির করতে আসলে তাকেও ধরবেন, কোন ছাড় দিবেন না। মাদকে কোনো ছার নাই, আমি আমার আসন মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি মাদক মুক্ত করতে চাই।
