টেকনাফে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া এলাকার পুকুরে পড়ে তাফরিয়া আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তাফরিয়া আক্তার জালিয়া পাড়া এলাকার বাসিন্দা সৈয়দ আমিনের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল তাফরিয়া। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের দিকে গিয়ে পানিতে পড়ে যায়। কিছু সময় পর শিশুটিকে না দেখে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরে না পেয়ে তাফরিয়া বাবা পুকুরের পানিতে খুঁজাখুঁজি করে। পরে এক পর্যায়ে পুকুর থেকে মেয়েকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করে।
