বিএনপি নেতার গণসংযোগ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

ধানের শীষের পক্ষে গ্রামেগঞ্জে ও বাজারে গণসংযোগ করেছেন সাতক্ষীরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। গতকাল শনিবার সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার নাঙ্গলঝাড়া বাজারসহ বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে তিনি ভোট প্রার্থনা করেন এবং দোয়া চান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- নাঙ্গলঝাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর, সাধারণ সম্পাদক মাস্টার জাহাঙ্গীর, কলারোয়া পৌর যুগ্ম সম্পাদক যুগ্ন তুহিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আকলাখুর রহমান শেলী, উপজেলা কৃষকদের আহ্বায়ক মাস্টার মনিরুজ্জামান, কামরুল ইসলাম, ইশারুল ইসলামসহ অসংখ্য দলীয় নেতা-কর্মী ও তার সমর্থকরা।