সিরাজগঞ্জে দুইপক্ষের সংঘর্ষ আহত ২৩

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ পৌর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ ভাঙচুর অগ্নিসংযোগ ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৯ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে ভাঙ্গাবাড়ী ও সরদার পাড়া মহল্লাবাসীর মধ্যে উত্তেজনা চলে আসছিল দীর্ঘদিন ধরে।

এরই জের ধরে শুক্রবার রাতে এ সংঘর্ষ শুরু হয় এবং গতকাল শনিবার দুপুর পর্যন্ত এ সংঘর্ষ চলে। এ সংঘর্ষে ভাঙচুর ইটপাটকেল নিক্ষেপ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ তুমুল সংঘর্ষে পুলিশ ওইরাত থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং দুপুরে পুলিশের কঠোর হস্তক্ষেপে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।