মহেশপুর সীমান্তে আটক ১৩
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে নারী-শিশুসহ ১৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে ৬ জন নারী, ৪ জন শিশু ও ৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছে। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল শনিবার মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। আটকদের মধ্যে রয়েছেন- মহেশপুরের তালশা গ্রামের এনামুল মন্ডলের ছেলে সাজিদুল মন্ডল, টাঙ্গাইল সদর উপজেলার বার্তা গ্রামের মিনহাজের ছেলে রাব্বি হোসেন ও একই জেলার কালিহাতি থানার খরশিলা গ্রামের আব্দুল মজিদের ছেলে রাব্বি।
