ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ শুরু
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
সম্প্রতি দেশব্যাপী দুই দফা ভূমিকম্পের প্রেক্ষিতে মুন্সীগঞ্জ পৌরসভার প্রকৌশল বিভাগ এবং নগর পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে সদর পৌরসভার বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিতকরণের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার প্রথমদিনে পরিদর্শনে পৌর এলাকার খালইস্ট, মালপাড়া ও মানিকপুর এলাকায় মোট আটটি ভবন পরিদর্শন করা হয়। এ সব ভবন বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ অনুযায়ী ভূমিকম্প সহনীয় স্থাপনা হওয়ার জন্য যে সব শর্ত প্রতিপালন করতে হয় সেগুলো প্রতিপালন করছে না।
এ সব ভবন নির্মাণের পর্যায়ে রয়েছে এবং নির্মাণকালেই ভবনের চারদিকে অফসেট এরিয়া, অ্যাক্সেস রোডের সুনির্দিষ্ট সেটব্যাক এরিয়া ও প্রস্থ, মাটির গুণাগুণ অনুযায়ী ভবনের বেইসমেন্ট ও পাইলিং স্ট্যান্ডার্ড অনুসরণ করছেন না।
ভবনের নিরাপদ স্থায়িত্বের জন্য বিল্ডিং কোড অনুসরণ করা আবশ্যক এবং এটার ব্যত্যয় ঘটালে জানমালের ক্ষয়ক্ষতির ব্যাপক সম্ভাবনা রয়েছে। সদর পৌরসভার বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিতকরণের কার্যক্রম বিষয়ে মুন্সীগঞ্জ সদর পৌরসভার সিও তওহিদুল ইসলাম জানান, মুন্সীগঞ্জে ক্রমবর্ধমানভাবে বহুতল ভবন নির্মাণের সংখ্যা বাড়ছে কিন্তু পৌরবাসীদের মধ্যে ভবন নির্মাণের অনুমোদন নিতে অনীহা রয়েছে। পৌর কর্তৃপক্ষ আগামী এক মাস জুড়ে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণের বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে।
ঝুঁকিপূর্ণ এবং নকশা অনুমোদনহীন ভবনের বিষয়ে বিল্ডি কোড-২০২০ এবং পৌরসভা আইন ও বিধিমালা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রথম দিনের পরিদর্শন টিমের পক্ষে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ পৌরসভার শহর পরিকল্পনাবিদ, উপ-সহকারী প্রকৌশলী, দায়িত্বপ্রাপ্ত সার্ভেয়ার, ইদ্রিস আলী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ, মুন্সীগঞ্জ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী প্রমুখ। পরিদর্শনকৃত আটটি ভবনের ৭টি ভবনই নির্মানাধীন এবং একটি খালি আছে। বেশিরভাগ রাস্তা ৮-১২ ফুট।
