টাঙ্গাইলে তথ্য অধিকার বাস্তবায়নে কর্মশালা

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব জাহেদা পারভীন ভার্চুয়ালি বক্তব্য রাখেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ সাদিকুর রহমান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব ড. মোহাম্মদ আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, এলজিডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ। কর্মশালায় তথ্য অধিকার-২০০৯ এর বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করণে জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্য প্রদানে সক্ষমতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। কর্মশালায় সরকারি-বেসরকারি ও এনজিও বিষয়ক ৩০ জন কর্মকর্তা অংশ নেন।