কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
ঢাকা-রাজশাহী রেললাইনের গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে উপজেলার বাজহিজলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। এলাকাবাসী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বাজহিজলতলী এলাকায় সোমবার সকালে ঢাকা-রাজশাহী রেললাইনের পাশে এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ৬০ বছর। নিহতের পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরে যেকোনো ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
